logo
6 : 38 : 57 AM
news image

বাঘায় উপ সচিব রথীন্দ্রনাথ দত্তের পুঁজা উপলক্ষে নতুন কাপড় বিতরণ


বাঘা (রাজশাহী)  প্রতিনিধি 
রাজশাহীর বাঘায় শার্দীয় দুর্গাপূঁজা উপলক্ষে অস্বচ্ছল মানুষদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব  শ্রী রথীন্দ্রনাথ দত্ত
মঙ্গলবার (১২অক্টোবর)  সন্ধ্যায় নারায়ণ পুর পালপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির চত্বরে এ কাপড় বিতরণ করা হয়।
জানা যায়,শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩ হাজার অস্বচ্ছল মানুষের এ মাঝে শাড়ী ও লুঙ্গি  বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে প্রায় দেড় হাজার প্যান্ট পিচ,থ্রী পিচ বিতরণ করেন তিনি। 
এ সময় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, টাঙ্গাইল আদালতের সিনিয়র জুডিসিয়াল জজ সুমন কর্মকার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে,সাধারণ সম্পাদক অপূর্ব সাহা,সাবেক আ'লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
বস্ত্র বিতরণ কালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় উপ-সচিব  রথীন্দ্রনাথ দত্ত বলেন, 
অসাম্পদায়িক ও ধর্মীয় নানা সপ্রদায়ের দেশ বাংলাদেশ। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে আবহমান কাল থেকে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসচ্ছি। এবং ভবিষ্যৎতে আমাদের সৌর্হাদ্য ও সম্পপ্রীতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া  প্রতিটি পূঁজামন্ডপ কমিটিকে সকল ধর্মের সমন্বয়ে  সম্পপ্রীতির বন্ধনে একীভুত করে কমিটি গঠনের আহবান জনান তিনি। যাতে করে দর্শনার্থীরা নির্বিগ্নে পূঁজামন্ডপ দর্শণ করতে পারেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top