ঈশ্বরদী পৌরসভা নির্বাচন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ইছাহক মালিথা নিজ কেন্দ্র ঈশ্বরদী সরকারী কলেজ ভোট প্রদান করেছেন। ...
তীব্র শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগেই ভোটপ্রদানের জন্য প্রতিটি করে সামনে ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সবমিলিয়ে উৎসবের আমেজ ল্ক্ষ্য করা গেছে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ২-৩টি কেন্দ্রে ঠেলাঠেলি ছাড়া কোথায়ও কোন সহিংসতার ঘটনা এবং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়নি। ভোট গণনার পর নির্ধারণ হবে জয়-পরাজয়। বিএনপি’র প্রার্থীর পোলিং এজেন্ট দেওয়া হয়নি বলে সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন।...
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথার নির্বাচনী গণসংযোগে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ শহর জুড়ে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। বুধবার বিকেলে শহরের পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয় গণসংযোগ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও কাউন্সিলর প্রার্থীরা মিছিল নিয়ে পোষ্ট অফিস মোড়ে গণসংযোগে সমবেত হন। পোষ্ট অফিস মোড়, রেলগেট, স্টেশন রোড এলাকায় গণসংযোগ শেষে শহরের পুরাতন বাসটার্মিনালে পথসভা অনুষ্ঠিত হয়। ...
বিভিন্ন অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশের পর অবশেষে ঈশ্বরদীর প্রত্যন্ত লক্ষীকুন্ডা ইউনিয়নের অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরের পর হতে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের পক্ষ হতে ৫টি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এবং পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এসময় ১টি ভাটা ভাংচুর এবং ৪টি ভাটায় জরিমানা ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।...
মুজিব শতবর্ষ উপলক্ষে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দ জনবল গড়ে তোলার লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের উপ-পরিচালক আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস ও এলজিএসপি’র পাবনা জেলা ফ্যাসিলেটর আশরাফুল আলম।...
নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। এদর মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা। লাশ দুটির মধ্যে পুরুষের পরিচয় মিললেও মহিলার পরিচয় পাওয়া যায়নি।...
‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ স্লোগানে ঈশ্বরদীর সকল শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কমৃসূচি বুধবার থেকে শুরু হয়েছে। মুজিব বর্ষ উপলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী শহরের রেলগেট খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার- পরিচ্ছন্ন করার মধ্যদিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও পিএম ইমরুল কায়েস। অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। ...
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক শহরের ৭নং ওয়ার্ডের পূর্বটেরী কদমতলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্বটেংরী কদমতলার তৃপ্তি হোটেলের মালিকের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ইছাহক আলী মালিথা।...
ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতি নৌকার মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথাকে সমর্থন জনিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর মাছ বাজারের ছাদে অনুষ্ঠিত ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভায় সমিতির পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা। ...
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বর্নিল হোক বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ষব্যাপী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ পরিবারের পক্ষ হতে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন ভূমিমন্ত্রীর সহধর্মিনী ও ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের প্র্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নাহার শরীফ। এসময় প্রয়াত শামসুর রহমান শরীফ (ডিলু) ও তার প্রয়াত পুত্র রানা শরীফের মাগফিরাত কামনা করা হয়।...