logo
news image

বাংলাদেশ প্রাথমিক দলে ডাক পেলেন যাঁরা

কদিন পরই আফগানিস্তান সিরিজ। বিসিবি আজ রাতে ৩১ জনের প্রাথমিক দল দিয়ে জানিয়েছে, দলটা আসলে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে। আফগানিস্তানের বিপক্ষে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ খেলবে শুধু টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তান সিরিজ নয়, ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর ভাবনায় রেখেই তাই দল দিয়েছে বিসিবি। প্রাথমিক দলটা এমনিতে অনেক বড়। সিরিজ যত সামনে আসবে, দলও তত ছোট হয়ে যাবে। তবুও ৩১ জনের দলে বড় চমক ইয়াসিন আরাফাত।

ইয়াসিনের প্রাথমিক দলে সুযোগ পেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ১৪ মার্চ ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট পাওয়া। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ১৯ বছর বয়সী পেসারের অভিজ্ঞতা বলতে ৪টি প্রথম শ্রেণির ক্রিকেট ও ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা। লিস্ট ‘এ’-তে যে ৫টি ম্যাচ খেলেছেন, এর চারটিই সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট পাওয়ার পর বাকি তিন ম্যাচে পেয়েছেন মাত্র ১ উইকেট।

তবে ইয়াসিন নজর কেড়েছেন নিয়ন্ত্রিত বোলিং করে। ১০.৮৮ গড়ে ইকোনমি ৪.৪২। ইয়াসিন পরে নির্বাচকদের নজর কেড়েছেন বিসিএলের পঞ্চম রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে। ৭ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচসেরা। বিসিএল বা প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচে ভালো বোলিং করেই যে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পাবেন, সেটির নিশ্চয়তা নেই। তবে ইয়াসিনের স্বপ্নের দুয়ার ধীরে ধীরে খুলতে তো শুরু করল!

প্রাথমিক দলে চমক ইয়াসিনপ্রাথমিক দলে চমক ইয়াসিনপ্রাথমিক দলে ঠাঁই পাওয়া বেশির ভাগই জাতীয় দলের নিয়মিত মুখ। বাংলাদেশ দল থেকে ছিটকে পড়া খেলোয়াড়দের মধ্যে নতুন করে সুযোগ পেয়েছেন এনামুল হক-মোহাম্মদ মিঠুনরা। পিঠের চোটে পড়া তাসকিন আহমেদ ও কাঁধে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজকে দলে রেখেছেন নির্বাচকেরা। হাঁটুর চোটে পড়া নাসির হোসেন যে থাকছেন না, সেটি অবশ্য আগেই জানিয়ে রেখেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। রাখা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলা তুষার ইমরান অবশ্য উপেক্ষিতই থেকে গেছেন। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ১৩ মে শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।

বাংলাদেশ প্রাথমিক দল
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, ইয়াসিন আরাফাত ও নাঈম হাসান।

সাম্প্রতিক মন্তব্য

Top