logo
news image

গোয়েন্দা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট - পুতিন

সোমবার চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। প্রধান বিরোধী প্রার্থী অ্যালেক্সি নাভালনিকে নির্বাচনের বাইরে রেখেই আরো এক মেয়াদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলেও ছিল না অবাক করার মতো কোনো কিছু। ধারণা মতোই পুতিন জিতেছেন বড় ব্যবধানে। যদিও রাশিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে বহুদিন ধরেই।

গোয়েন্দা জগত থেকে রাজনীতিতে আসা পুতিনে উত্থানের গল্প হার মানায় সিনেমাকেও। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা কেজিবির বৈদেশিক শাখার কর্মকর্তা হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু হয় তার। গোয়েন্দা জীবন থেকে অবসর নেয়ার পর সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতোলি সোবচাকের হাত ধরে রাজনীতিতে আসেন পুতিন। তরতর করে উঠতে থাকেন একের পর এক ধাপ। অনেকেই বলেন যে, কেজিবির মধ্যম সারির কর্মকর্তার পদ থেকে জাতীয় রাজনীতির প্রথম সারিতে পুতিনের আগমনের পেছনে পুরো কৃতিত্ব সোবচাকের। সোবচাকের নগর প্রশাসনে কাজ করার পর ১৯৯৬ সালে যোগ দেন রাশিয়া ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের প্রশাসনে।
১৯৯৯ সালের আগস্টে নিযুক্ত হন প্রধানমন্ত্রী হিসেবে। চার মাস পর ডিসেম্বরে ইয়েলৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাশিয়া ফেডারেশনের যে পুতিন যুগের সূচনা হয়, তা চলছে এখনো। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে থেকেই ২০০০ সালের নির্বাচনে জেতেন। পুনর্নির্বাচিত হন ২০০৪ সালের জাতীয় নির্বাচনে। রাশিয়ার সংবিধানের নিয়ম অনুযায়ী পরপর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট প্রার্থী হওয়া যায় না।

তাই নিজে প্রার্থী হতে না পারায় ২০০৮ সালের নির্বাচনে পুতিন তার পছন্দের রাজনীতিক দিমিত্র মেদভেদেভকে প্রার্থী করেন। মেদভেদেভের সরকারে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন নিজে। মূলত এ সময়টিতেও পুতিনই রাশিয়াকে শাসন করেছেন বলে মনে করা হয়।

২০১২ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়। আবার প্রেসিডেন্ট প্রার্থী হন পুতিন। ২০১৭ সালে শেষ হয় তার তৃতীয় মেয়াদ। আর এবারের নির্বাচনে জিতে শুরু হতে যাচ্ছে চতুর্থ মেয়াদের পুতিন যুগ, যা চলবে ২০২৪ সাল পর্যন্ত।

রাশিয়া সংবিধানের বর্তমান নিয়মে ২০২৪ সালের নির্বাচনে (পর পর তিনবার) প্রার্থী হতে পারবেন না পুতিন। তবে রাশিয়ার রাজনীতিতে তার যে অবস্থান তাতে এই মেয়াদের মধ্যেই সংবিধান থেকে মেয়াদের এই সীমাবদ্ধতা সংক্রান্ত ধারাটি তুলে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

মাত্র কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই কাজ করে নিজের আজীবন ক্ষমতায় থাকার পথ উন্মুক্ত করেছেন। পুতিনও সেই পথেই হাঁটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিউ ইয়র্কের সিরাকিউস ইউনিভার্সিটির প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক ব্রেইন টেইলর মনে করেন, পুতিনের ক্ষমতা স্থায়ী করতে রাশিয়ার সংবিধান পরিবর্তিত হতে পারে অথবা সংবিধান ঠিক রেখে অন্য কোনো বিকল্প কৌশলে তার শাসন দীর্ঘায়িত করার ব্যবস্থা হতে পারে। ২০০৮ সালের নির্বাচনে যা করা হয়েছিল।

রাষ্ট্র ক্ষমতায় আরোহণের পর থেকেই ক্রমেই নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক এই কেজিবি এজেন্ট। সেই সাথে ভিন্নমতের ওপর দমন-পীড়নের অভিযোগও আছে। সমালোচকেরা বলছেন, দেশটিতে মুক্ত গণতন্ত্র নেই সেটিই শুধু নয়, পুতিন যুগ শুরু হওয়ার পর থেকেই বিভিন্নভাবে বিরোধীদের রাজনীতির মূল অঙ্গন থেকে দূরে রাখা হচ্ছে। যার বড় উদাহরণ অ্যালেক্সি নাভালনি। রাশিয়ায় পুতিন বিরোধীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় নেতা নাভালনি। ওয়াল স্ট্রিট জার্নালের ভাষায় ‘পুতিন যাকে সবচেয়ে বেশি ভয় করেন’। এবারের নির্বাচনে রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেননি।

তবে রুশদের মধ্যে পুতিনের জনপ্রিয়তাও কম নয়। বিশেষ করে তরুণেরা দেশের নেতৃত্বে পুতিনকেই চান।

সাম্প্রতিক মন্তব্য

Top