logo
news image

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে

সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলে অনুলিপি তুলে দেয়ার পর দুপুরের পর   থেকে এ ফল জানা যাবে। ১০টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে ব্যাপক অভিযোগ উঠে। বিভিন্ন মহল থেকে পরীক্ষা বাতিলের দাবি উঠে। তবে আন্তঃমন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে প্রশ্নফাঁসের প্রমাণ মিললেও পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেয়া হয়।

এমন পরিস্থিতিতে আজ সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করা হচ্ছে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিকের ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। পরে বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১ থেকে ২৫শে ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাম্প্রতিক মন্তব্য

Top