logo
news image

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের পর কিলাউইয়া আগ্নেয়গিরিতে উদ্‌গিরণ শুরু

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে ভূমিকম্পের পর কিলাউইয়া আগ্নেয়গিরিতে উদ্‌গিরণ শুরু হয়েছে। এ ঘটনায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গত কয়েক দিনে ধারাবাহিক ভূকম্পনের পর গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় সক্রিয় আগ্নেয়গিরিটির লাভা, ধোঁয়া ও ছাই উদ্‌গিরণ শুরু হয়। এরই মধ্যে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। শুক্রবার ভোরেও ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

সাম্প্রতিক মন্তব্য

Top