logo
news image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সতর্কতা জারি

একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে ভারতে এ সপ্তাহে ১২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গত বুধবার সন্ধ্যা থেকে প্রবল ধুলোঝড়ে বিধ্বস্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তররাখণ্ডসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্য।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আজ শুক্রবার থেকে চার রাজ্যে সতর্কতা  জারি করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে ৭ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, উত্তরপ্রেদেশ-সহ দেশের একাধিক রাজ্যে এই সতর্কতা জারি থাকবে।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী তিন দিন ওই রাজ্যের বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  

ভারতের জি-নিউজ আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানায়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ ছাড়াও জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, দিল্লি, পঞ্জাব, কেরালা ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র আগামীকালই এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

গত বুধবারের ঝড়ের আগাম তথ্য না থাকায় বড় ধরনের বিপর্যয় হয়েছে দেশটিতে। তাই ফের ঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন।

সাম্প্রতিক মন্তব্য

Top