logo
news image

পুসানের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালপুর (নাটোর) প্রতিনিধি
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ নিয়ে গঠিত সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান)’ এর ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২৩-২০২৪ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) পুসানের কেন্দ্রিয় পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি তানভীর আনোয়ার বলেন, এর আগে গত ৮ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র মোহাম্মদ জিহাদ হাসানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সবুজ আহমেদ সাগরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পুসানের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৭ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আনোয়ারের নেতৃত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধি নিয়ে যাত্রা শুরু করে পুসান। পরবর্তীকালে মেডিকেল কলেজ ও টেক্সটাইল কলেজ সংযুক্তির মাধ্যমে দেশের ৯৭টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পুসানের কার্যপরিধি। বর্তমান যার প্রায় সাড়ে ১৬ হাজার সদস্য রয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ জিহাদ হাসান বলেন, আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। আমরা সকলের তরে নিবেদিত প্রাণ, সুশিক্ষা গ্রহণ ও জাতির সেবায় নিয়োজিত রাখতে সর্বদা দায়বদ্ধ। আমরা এক ভ্রাতৃত্বে বিশ্বাসী, নিজেদের বিজয় ছিনিয়ে আনতে সব বাধা পেরিয়ে লড়বো।
সাধারণ সম্পাদক সবুজ আহমেদ বলেন, পুসান সৃষ্টির পেছনে মূল অনুপ্রেরণা ছিল নাটোরের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন। হাঁটি হাঁটি পায়ে পুসান আজ অর্ধযুগে পদার্পন করেছে। বর্তমান একটি সমৃদ্ধ পুসান, সারাদেশের শিক্ষার্থী সংগঠনগুলোর কাছে একটি রোল মডেল। প্রায় সাড়ে ১৬ হাজার সদস্যের এই সংগঠনটিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। পুসানের প্রতিটি সদস্যকে কারিগরি দিক থেকে দক্ষ করে তুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে দেশকে আরও একধাপ এগিয়ে নিতে পুসানের বর্তমান কমিটি সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।
উল্লোখ্য, সংগঠনটি বছরে ২৬ জন শিক্ষার্থীকে মাসিক ২০৪০ টাকা হারে পুসান শিক্ষা ও মেধা বৃত্তিসহ বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবসান, নির্দেশনা ও তথ্য সহায়তা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও বৃত্তি প্রদান, বৃক্ষরোপন, মেডিকেল ক্যাম্প, মেধাবী মুখ মিলনমেলা ও নবীনবরণ, ঈদ পুনর্মিলনী ও চড়ুইভাতি, ক্যারিয়ার আড্ডা, ট্যালেন্ট হান্ট, এডুকেশন প্রোগ্রাম, জনসচেতনতামুলক কার্যক্রম, টিউশনী বা স্বল্প মেয়াদী কাজে সহায়তা, শিক্ষার্থীদের আইনি বা জটিলতা বিষয়ে সহায়তা, রচনা,  ছোট গল্প ও বক্তৃতা প্রতিযোগিতা, শীতকালীন ফটো কনটেস্ট, আওয়্যার্ড প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক বিরোধী কর্মসুচি, ক্যালিওগ্রাফি, ছোট গল্প ও কবিতা লিখন প্রতিযোগিতা ও জাতীয় দিবস উদযাপন, নাটোরের কৃতীদের সাথে পরিচয় ও ক্যারিয়ার আড্ডা, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের কার্যবিধি তুলে ধরা, কলেজ ক্যাম্পেইন ও অংগ্রহনমুলক প্রতিযোগিতা, মেডিকেল, স্বাস্থ্য ও রক্ত ব্যবস্থাকরনে সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র ও কর্মক্ষেত্রে সহায়তা, যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ, কানেক্টিভিটি বৃদ্ধিতে সহায়তা, স্মার্ট নাগরিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে অন্তর্ভুক্তিমুলক কার্যক্রম পরিচালনা, দরিদ্রদের শীতকালীন বস্ত্র ও বন্যার্তদের সহযোগিতা প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাম্প্রতিক মন্তব্য

Top