লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার চারটি স্বতন্ত্র কারিগরি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও অনুদান প্রদান করায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সাথে অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ, আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) বাগাতিপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, চকনাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
এ সময় সংসদ সদস্য কারিগরি প্রতিষ্ঠান সমুহের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
সাম্প্রতিক মন্তব্য