logo
news image

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) বেলা পৌনে ৪টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বুধিরামপুর গ্রামের আ. সামাদের স্ত্রী পথচারী মোছা. রঞ্জনা বেগম (৭০) ও মনিহারপুর গ্রামের মো. রায়হানের ছেলে মোটরসাইকেল চালক মো. রাব্বি (১৭)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ৪টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তা পারাপারের সময় মোছা. রঞ্জনা বেগমকে লালপুর হতে গোপালপুরগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালক মো. রাব্বি ধাক্কা দিলে চালক ও পথচারী দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top