logo
news image

লালপুরে সাপের কামড়ে মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সাপের কামড়ে মো. মাহাবুব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার রামানান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মো. ইয়াজুল ইসলামের ছেলে।
নিহতের বড় ভাই মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার ভাই মাহাবুব আলী বাড়ি ফিরে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধুতে যান। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দিলে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, বিষক্রিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top