logo
news image

চিরকুট লিখে আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আরিফ হোসেন (২৭) নামে এক যুবক গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর ২০২৪) রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত নুর আলী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক সংসারে অভাব অনটনের কারণে একটি চিরকুট লিখে নিজ ঘরের তীরের সাথে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য