লালপুরে ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার-গ্রেপ্তার ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩) দিবাগত রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সজীব (২০), ওমর আলীর ছেলে মো. কামরুল (৩৩) ও রুস্তম আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪২)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে তাঁর বাইসাইকেল রেখে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিকট আত্মীয় অসুস্থ মো. জিমকে (৮) দেখতে যান। ১৫ মিনিট পরে এসে দেখেন তার বাইসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) লালপুর থানায় লিখিতভাবে এজাহার দাখিল করেন।
একইভাবে বুধবার বাইসাইকেল চুরির সময় জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে মো. সজীব। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সজীবের দেওয়া তথ্যমতে লালপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পরবর্তীতে দুই জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে মো. সাইফুল ইসলামের চোরাইকৃত বাইসাইকেলসহ আরও ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার ও ৮টি বাইসাইকেল উদ্ধার করে। তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য