logo
news image

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাবনী সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্য সচিব মো. ওয়াজেদ আলী মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।
ফাইনাল খেলায় ছেলেদের ফুটবলে গৌরিপুর উচ্চ বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে রাকসা উচ্চ বিদ্যালয় শিরোপা অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় রাকশা উচ্চ বিদ্যালয়ের রাব্বি হাসান।
মেয়েদের ফুটবলে লালপুর পাইলট বালিকা বিদ্যালয় ২-০ গোলে ওয়ালিয়া হাকিমুন্নোছা পাইলট বালিকা বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। উষা পাইলট বালিকা ম্যান অব দ্যা ম্যাচ হয় লালপুর পাইলট বালিকা উষা খাতুন।
কাবাডিতে ছেলেদের খেলায় লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় দল নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের থানা বালিকা উচ্চ বিদ্যালয় দল নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
হ্যান্ডবলে ছেলেদের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল দল গোপালপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা অর্জন করে। অপর দিকে মেয়েদের বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় দল লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা অর্জন করে।
এছাড়াও দাবা ও সাঁতার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top