logo
news image

বাগাতিপাড়ায় কুদ্দুসের শান্তি মিছিল ও সমাবেশ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।
সোমবার সন্ধ্যার পূর্বে উপজেলা চত্বরে অবস্থিত পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নারী-পুরুষের একটি বিরাট মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মালঞ্চি রেলগেটের পশ্চিম পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস। 
এসময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তাই দলীয় নেতাকর্মীদের এবিষয়ে সজাগ থাকার আহবান জানান। এবং আগামী নির্বাচন দেশের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষকে এবার বেছে নিতে হবে মানুষ দেশের উন্নয়ন চায়, নাকি আগুন-সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চায়। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। তাই আসুন সকলেই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকার বিজয় সুনিশ্চিত করি। 
মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ  এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সাম্প্রতিক মন্তব্য