আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কর্মরত পুলিশ সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) লালপুর পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম)।
লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব।
মতবিনিময় সভায় পুলিশ সুপার লালপুর থানার অফিসার ও ফোর্সদের খোঁজখবর নেন। সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সাম্প্রতিক মন্তব্য