নাটোরে আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। আগামী দিনগুলোতে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগতে নেতৃত্ব দেবে আজকের পত্রিকা, এই আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) নাটোর শহরের টেকপ্লাস ভবনে ইউনাইটেড প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকের পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি নাইমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বৈশাখী টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসাহাক আলী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টোর আল মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুফি সান্টু, দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল হাকিম, আজকের পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি ইমাম হাসান মুক্তি প্রমুখ।
এ সময় অনান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক লাকি, কালিদাস রায়, মেহেদী হাসান বাবু, খন্দকার মাহাবুবুর রহমান, খন্দকার শামসুজ্জোহা হেলাল, লিটন হোসেন লিমন, আল আমিন, সুজন কুমার শীল, আজকের পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি রানা আহমেদ, বাগাতিপাড়া প্রতিনিধি আব্দুল আওয়াল, বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল কাদের সজল, নাটোর ভিডিও জার্নালিস্ট (ভিজে) এসোসিয়েশন সভাপতি শামীম হোসেন সুমন, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জাম্মান, সদস্য খান মামুন,আনোয়ার হোসেন অপু প্রমুখ।
পরে পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
সাম্প্রতিক মন্তব্য