logo
news image

লালপুরে চাচার আঘাতে ভাতিজা আহত

 
নিজস্ব প্রতিবেদক।। 
নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত ঘটনার বিরোধকে কেন্দ্র করে দুজন আহত হয়েছে। 
লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার(১জুন) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউপির রাম নারায়ন পুর গ্রামের মৃত সলিম মিয়ার ছেলে ও তার চাচা চুন্নুর সাথে নিজস্ব পৈতৃক  সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা চুন্নু (৬৫)ও চাচাতো ভাই জনি হঠাৎ উত্তেজিত হয়ে রাজু(২০) ও রায়হান (২২) কে লোহার রড ও কাটের বাটাম ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে রায়হান ও রাজ গুরুতর আহত হয়। ঘটনা স্থলে উপস্থিত স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষ জনিরা দ্রুত পালিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন আছেন। শুক্রবার(২জুন) এ ঘটনায় আহতদের মা রহিমা বেগম বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন   


সাম্প্রতিক মন্তব্য

Top