অগ্নি নির্বাপক প্রশিক্ষণ ও মহড়া
নিজস্ব প্রতিবেদক।।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন লালপুর জোনাল অফিসে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে ২০২৩) সকাল সাড়ে ৯টায় লালপুর জোনাল অফিস প্রাঙ্গনে লালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর তত্ত্বাবধানে অগ্নি নির্বাপণ পদ্ধতি ব্যবহার এবং অগ্নিকাণ্ডে আত্মরক্ষার্থে প্রশিক্ষণ কর্মশালা ও মহড়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস উইমেন কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইন্সপেক্টর সাব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর জোনাল অফিসের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা।
বড় ধরনের অগ্নি দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সকলকে সচেতনা করতে এই মহড়া পরিচালনা করা হয়।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিদ্যুৎ উপকেন্দ্র সরকারি কেপিআই ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নি নির্বাপন বিষয়ে গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তাছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যেন আগুনের সূত্রপাত না ঘটে সে বিষয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য