logo
news image

আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভুঁঞা।
বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা।
এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এর আগে জেলা প্রশাসক নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের শহীদ সাগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া লালপুর থানা পরিদর্শন, করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্ভাবনী উদ্যোগ কার্যক্রম উদ্বোধন, করিমপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন, গোপালপুর পৌরসভা পরিদর্শন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।


জীবন বৃত্তান্ত:
আবু নাছের ভূঁঞা ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা  বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াদুদ ভূঁঞা। তাঁর সহধর্মিনী বিনতে আলী হানিয়াম মারিয়া, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর আইসিটি বিভাগের জৈষ্ঠ প্রভাষক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের একমাত্র কন্যা নামিরা আফসিন বিনতে নাছের।
তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এজি সম্পন্ন করেন। পরবর্তীতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আবু নাছের ভূঁঞা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা সহকারী কমিশনার হিসেবে গোপালগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বরগুনা জেলার আমতলী ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। সিনিয়র সহকারী সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। সেখানেই তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি প্রায় ৪ বছর চাকুরী করেন। সর্বশেষ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের ৪ এপ্রিল নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করে কর্মরত আছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top