আগুনে পুড়ে গেছে বসতবাড়িসহ ৭টি ঘরের জিনিসপত্র
লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বসতবাড়িসহ ৭টি ঘরের সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে ২০২৩) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার উধনপাড়া গ্রামের ইংরাজ আলীর ছেলে শহিদুল ইসলামের (৫০) বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা রোদের প্রচন্ড তাপদহের কারণে আগুন নিভাতে ব্যর্থ হয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আশেপাশের মানুষজন আগুনের শিখার উত্তাপ দেখে আতংকিত হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আগুনে টিনের ৭টি পাকা ঘরের আসবাবপত্র, জামা-কাপড়, ধান, গম, মসুরি, কালাই, নগদ টাকাসহ সব পুড়ে গেছে। বাড়ির ভেতর থেকে কোন জিনিস বের করতে পারেননি। এ সময় আগুনে শহিদুলের স্ত্রী শরীরের আংশিক পুড়ে আহত হন।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য