শোক: মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার
শোক: মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ সরকার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ মে ২০২২) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মো. আব্দুর রউফ সরকার নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ১৯৪৮ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন । পিতা মরহুম রুস্তম আলী সরকার, সাবেক চেয়ারম্যান ও মাতা মরহুম মেহেরুন নেছা বেগম। স্ত্রী আমিনা আক্তার। তাঁদের সন্তান নুরজাহান কানিজ ও ড. মঞ্জুরে মওলা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
মো. আব্দুর রউফ সরকার ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ১৯৭৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ভারতের চাকুলিয়া ও বিহার ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধকালীন সময়ে চাকুলিয়া ক্যাম্পে কোম্পানী কমান্ডার ও পরবর্তীতে লালপুর উপজেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৯ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে সহকারী রসায়নবিদ হিসেবে যোগদান করেন। এরপর রসায়নবিদ হিসেবে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও, সহকারী জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে নর্থ বেঙ্গল ও পাবনা, জিএম হিসেবে শ্যামপুর এবং কুষ্টিয়া সুগার মিলে কর্মরত অবস্থায় ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৬৪ সালে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩-১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ২০১০-২০১৭ সাল পর্যন্ত নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি গোপালপুর ডিগ্রি কলেজের সদস্য (২০১১-২০১২), ফুলবাড়ি মাদ্রাসার সভাপতি (২০০৭), ওয়ালিয়া হাকিমুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি (২০১৯), গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সদস্য (২০২০), সুগারসেস কমিটির সদস্য (২০১৫-২০১৫), দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাম্প্রতিক মন্তব্য