logo
news image

আঙ্গুলের ছাপে মিলল অজ্ঞাত পরিচয়

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশনের নিকট এক অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।
বুধবার (৩ মে ২০২৩) উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ রেল ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। পরে আঙ্গুলের ছাপে ট্রেনে কাটা ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই যুবকের নাম খোকা মিয়া (৩৬)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার সোনামিয়ার ছেলে।
আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার জিয়া উদ্দীন বলেন, বুধবার ভোর রাত পৌনে ৩টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে শোভ রেল ব্রীজের নিকট কাটা পড়ে ওই অজ্ঞাত যুবক মারা যান।
চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, স্থানীয়রা বুধবার সকালে রেল ব্রিজের ওপর ছিন্ন বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে খবর তাঁকে দেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়ার পর নিহতর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top