logo
news image

সেরা সম্মাননা ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ পুরস্কারে ভূষিত হাশিম আমলা

ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য নিজ দেশের অন্যতম সেরা সম্মাননা ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। শনিবার এই পুরস্কার লাভ করেন তিনি। ‘দ্য অর্ডার অব ইখামাঙ্গা’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দিয়ে থাকেন দেশটির অন্যতম সেরা এই রাষ্ট্রীয় সম্মাননা। যেটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সাংবাদিকতা, খেলায় বিশেষ অবদান ও অর্জনের জন্য দেওয়া হয়ে থাকে। খবর পরিবর্তন’র।
৩৫ বছর বয়সী আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলে তার নামের পাশে আন্তর্জাতিক রান ১৭৭৯৪। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অপরাজিত ৩১১ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আমলা দেশটির সাবেক অধিনায়কও।
ন্যাশনাল অর্ডারের চ্যান্সেলর ড ক্যাসিয়াস লুবিসি হাশিম আমলাকে ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ সিলভার অ্যাওয়ার্ড প্রদানের খবর জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে অনেক প্রথমের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন। এবং এই সময়ে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন।’
যখন এই পুরস্কারে ভূষিত হন আমলা, তখন ডানহাতি ব্যাটসম্যান হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন। পুরস্কারের খবর পেয়েই টুইটারে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top