logo
news image

অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ

লালপুর (নাটোর) প্রতিনিধি
দেশে উষ্ণতম স্থান নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে তাওবায় সালাত ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত  হয়েছে। 
বুধবার (১৯ এপ্রিল ২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার জামে মসজিদের উদ্যোগে  লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম। এর আগে 
 দীর্ঘ দাবদাহের কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় এলাকায় মাইকিং করে ইস্তিস্কার নামাজের ঘোষণা দেওয়া হয়।
 সাধারণ মানুষের পাশাপাশি কৃষক শ্রমিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ গ্রহণ করেন । 
 নামাজে মুসল্লীরা আল্লাহর দরবারে
মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান।
এ সময় মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন। এ সময় পুরো মাঠে কান্নার শব্দে মুখরিত হয়ে ওঠে।
নামাজে আসা মুসুল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য আমরা নামাজ আদায় করি। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top