লালপুর থানাকে সেবার আদর্শ স্থান গড়তে চান ওসি উজ্জ্বল হোসেন
লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন যোগদানের পর এই থানাকে সেবার আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩) রাতে লালপুর থানার বিদায়ী ওসি মোহা. মোনোয়ারুজ্জামানের স্থলাভিষিক্ত হন নবাগত ওসি মো. উজ্জ্বল হোসেন।
এর আগে সোমবার (১৭ এপ্রিল ২০২৩) নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামানকে গুরুদাসপুর থানায় এবং উপর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. উজ্জ্বল হোসেনকে লালপুর থানার ওসি হিসেবে বদলি/পদায়ন করা হয়।
যোগদানের পর আলাপকালে ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, এই থানাকে সেবার গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন। মাদক, সন্ত্রাস, অবৈধ ইমো ব্যবসা, অবৈধভাবে পুকুর খনন ও বালু উত্তোলন বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। যা সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
লালপুর থানার ওসি হিসেবে মো. উজ্জ্বল হোসেন যোগদান করায় দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নবাগত ওসি মো. উজ্জ্বল হোসেন নওগাঁর পত্নীতলার চন্ডিপুর গ্রামে ১৯৮২ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। পিতা মো. গিয়াস উদ্দিন ও মাতা মোছা. জ্যোস্না বেগম। স্ত্রী মরিয়ম পারভিন। তাঁদের সন্তান ইয়ামিন ও আফিয়া।
তিনি নওগার গগনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, গগনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, জয়পুরহাটের তালিমুল একাডেমি এন্ড কলেজ থেকে এইচএসসি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৯ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর ঢাকায় এসবি, ময়মনসিংহ জেলা পুলিশ, র্যাব রংপুর, নাটোরের নলডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ পরিদর্শক হিসেবে পদন্নোতি পেয়ে নাটোরের উপর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। ২০২৩ সালের ১৮ এপ্রিল লালপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
এদিকে বিদায়ী ওসি মোহা. মোনোয়ারুজ্জামান ২০২২ সালের ২৪ মার্চ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করে ২০২৩ সালের ১৮ এপ্রিল কর্মস্থল ত্যাগ করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পারকানুপুর গ্রামে ১৯৮২ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন মো. মোনোয়ারুজ্জামান। পিতা মো. বদিউজ্জামান ও মাতা মোছা. মনোয়ার বেগম। স্ত্রী মোছা. দিলরুবা শিরিন। তাঁদের একমাত্র সন্তান মালিহা জামান।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে উপপরিদর্শক হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা, পুলিশ বক্স কেশবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক (তদন্ত) হিসেবে লালপুর, গুরুদাসপুর ও নাটোর সদরে কর্মরত ছিলেন। সর্বশেষ লালপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক মন্তব্য