বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে ইফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের বিনোদন কেন্দ্র গ্রীন ভ্যালী পার্ক লিমিটেডের উদ্যোগে বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল ২০২৩) পার্কের ক্যাফেটেরিয়াতে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলার ১৩২জন বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরসহ গ্রীন ভ্যালী পার্কের পরিচালকগন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাম্প্রতিক মন্তব্য