logo
news image

ছোট কবিতা



আলাউদ্দিন জালাল 

অঙ্গনি তোমাকে শ্রদ্ধা, 
তোমার কৃতি কন্ঠে, 
চেতনায় আমৃত্যু। 
স্রষ্টা আলিঙ্গনে তম
ভ্রমো জয়গান। 
থমকে দি চাহি হে পর, 
তম প্রতিষ্টা চাই ওগো 
প্রেমো ময় মালিক। 
দুলাতে নাহয় চাই তেরা
রাখিবে তোরে যতনে করে 
স্রষ্টা হয়ে  পুজি।

সাম্প্রতিক মন্তব্য

Top