logo
news image

নড়াইলের ডিসির দায়িত্ব নিলেন আশফাকুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।
নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৩ এপ্রিল ২০২৩) আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের উপসচিব নবাগত জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
গত ১২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।
মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সিলেটের  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৪তম বিসিএস (প্রশাসন ক্যাডারে) নিয়োগপ্রাপ্ত হন।
চাকুরি জীবনে তিনি হবিগঞ্জ সদর, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সাথে দায়িত্ব পালন করেছেন। জাপানের টোকিওতে অবস্থিত মেইজি বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স স্টাডিজের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top