বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষনা
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত নতুন তফসিলে পূর্বের তারিখ পিছিয়ে চলতি বছরের ২০মে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার ২৯ মার্চ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের ভেরিফাইড ফেইসবুক পেজে আপলোড করা হয়েছে।
ঘোষিত সংশোধিত তফসিলে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০ এপ্রিল, বাছাই ১১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল, চুড়ান্ত প্রার্থী তালিকা ১৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল এবং ভোট গ্রহনের তারিখ ২০ মে নির্ধারন করা হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ ঘোষিত তফসিলে ভোট গ্রহনের তারিখ ছিল ১৩ মে।
এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে ৫ বছর পর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। নির্বাচনে অংশগ্রহনের জন্য ইতোমধ্যেই সতীর্থদের সাথে আলোচনা শুরু করেছেন। কেউ কেউ বীরমুক্তিযোদ্ধাদের সাথে বাড়িতে বাড়িতে গিয়েও দেখা করছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আজাদ হোসেন বলেন, ২০১৭ সালের ৮ জুন মেয়াদ শেষ হয়েছিল। এরপর থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই সংসদের কার্যক্রম পরিচালিত হতো। দীর্ঘ সময় পরে তফসিল ঘোষনা হওয়ায় মুক্তিযোদ্ধারা বেশ খুশি হয়েছেন।
এব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার বলেন, কেন্দ্রীয়ভাবে পরিবর্তিত হওয়ায় তফসীল ঘোষনা করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য