শিক্ষার্থীরাই আগামীতে জাতির জন্য কাজ করবে-বকুল এমপি
লালপুর (নাটোর) প্রতিনিধি
৫৮ নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশ সরকার দক্ষ জনশক্তি তৈরীতে আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। আজকের এই শিক্ষার্থীরাই আগামীতে সমস্ত জাতির জন্য কাজ করবে। আমরা লালপুর উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করেছি। এই দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চায়, যারা উন্নয়নকে দেখতে পায় না, সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। সেই সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সরকার সমস্ত জাতি সত্বার জন্য কাজ করছে। আজকে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত রোল মডেলে পরিণত করেছে।
বুধবার (২২ মার্চ ২০২৩) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) তৌহিদুল ইসলাম বাঘাসহ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী।
সাম্প্রতিক মন্তব্য