বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ ২০২৩) উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটি উদযাপন উপলক্ষে দিনব্যাপি আলোচনা সভা, কেক কাটা, পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচীর আয়োজন করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য