logo
news image

জাবিতে আল - বেরুনী হলের প্রথম মহাপুনর্মিলনী ৩ ও ৪ মে

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল আল-বেরুনী হলের দুই দিনব্যাপী প্রথম মহাপুর্মিলনী আগামী তিন ও চার মে অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল সাড়ে চারটায় আল বেরুনী হলের কমন রুমে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুনর্মিলনীর আহবায়ক মারুফ বিল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুনর্মিলনীতে আল-বেরুনী হলের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১০০০ ছাত্র (১ম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ৪৭ ব্যাচ) অংশগ্রহণ করবেন। পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে সাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের জন্য অনুষ্ঠানের দিন পর্যন্ত (৪ মে ২০১৮) রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।


পুনর্মিলনীর প্রথম দিন তিন মে সকাল ১০ টায় থাকছে হলের প্রাধ্যক্ষের পুনর্মিলনীর উদ্বোধন। এরপর সকাল সাড়ে ১০ টায় বৃক্ষ রোপণ, সকাল ১১ টায় খেলাধূলা, দুপুর ১ টায় মধ্যাহ্ন ভোজের বিরতি, বিকাল ৩টায় হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রকাশিত বই নিয়ে বই মেলা ও ছবি প্রদর্শনী, সন্ধ্যা ৬ টায় নাস্তার বিরতি, সন্ধ্যা সাড়ে ৬ টায় অতিথি অভ্যর্থনা এবং সন্ধ্যা ৭ টায় শুরু হবে মেগা কনসার্ট।


অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ মে ২০১৮ থাকছে মূল আকর্ষণ। সকাল সাড়ে ৮ টায় সকালের নাস্তা, টি-শার্ট ও উপহার গ্রহণ। সকাল সাড়ে ৯ টায় মাননীয় উপাচার্য পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের উদ্বোধন করবেন। এরপর সকাল ১০ টায় র‌্যালী, দুপুর ১২ টায় ফটো সেশন, দুপুর দেড় টায় মধ্যাহ্ন ভোজের বিরতি, ৩ টায় বই মেলা, বিকাল সাড়ে ৩ টায় সাবেক রুম এ·প্লোরিং, বিকাল ৪ টায় স্মৃতি রোমন্থণ, সন্ধ্যা ৬ টায় অতিথিদের ভাষণ ও গুনীজন সম্মাননা প্রদান, পৌনে ৭ টায় ফানুস ঊৎসব, সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯ টায় কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।
সংবাদ সম্মেলনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top