বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ ২০২৩) ‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ দিবসের প্রতিপাদ্য নিয়ে উদযাপন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা খাতুন, উপজেলা প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা স্যানেটারী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা গোপালপুর খাদ্য কর্মকর্তা সানোয়ার হোসেন, লালপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, গোপালপুর বাজার বণিক সমিতির সহসভাপতি আব্দুল জাব্বার, সাংবাদিক আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বত, উপজেলার ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বাজারের মুদি দোকানদার প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য