সোলাইমান হোসেনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সোলাইমান হোসেন (৮৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৮ মার্চ ২০২৩) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামে তাঁর বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে যান। তিনি ১৯৯৫ সালে অবসর গ্রহণের পর বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন। বাদ আসর রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে সন্তোষপুর কবরস্থানে একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ন ম সোলায়মান নোমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। সদালাপী, সর্বশ্রদ্ধেয় মানুষটিকে স্মরণ করতে সহকর্মী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় শরিক হন।
সাম্প্রতিক মন্তব্য