logo
news image

ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজা সম্পাদক কামাল

নিজস্ব প্রতিবেদক।।
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের কার্যনির্বাহী নির্বাচনে রেজাউল করিম রেজা সভাপতি ও এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ মার্চ ২০২৩) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনাইটেড প্রেসক্লাবের ২৩ জন সদস্য এ ভোট দেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন নাটোরে জেলা প্রশাসক শামীম আহমেদ। নির্বাচনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তার হোসেন।
নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম ১২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার হায়দার জোসেফ ১১ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে এস এম কামাল হোসেন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসাহাক আলী ৭ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে নাসিম উদ্দিন নাসিম পেয়েছেন ১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোস্তফা ১০ ভোট, কোষাধ্যক্ষ পদে কালিদাস রায় পেয়েছেন ১৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ৯ ভোট পেয়েছেন।
ক্রীড়া সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মাহবুবুর রহমান পান ১০ ভোট এবং নির্বাহী সদস্য পদে আল মামুন পেয়েছেন ১২ ভোট, খন্দকার সামসুজোহা পান ১৩ ভোট ও শফিকুল ইসলাম পেয়েছে ১০ ভোট পেয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top