বাগাতিপাড়ায় সোনালী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে সোনালী ব্যাংকের বাগাতিপাড়া শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ওই অনুষ্ঠানে ব্যাংকিং খাতে আর্থিক লেন-দেনে সাক্ষরতার গুরুত্বসহ দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, এবছরই প্রথমবারের মতো এই দিবস পালিত হচ্ছে। এছাড়াও ব্যাংকিং লেনদেনে টিপ সইয়ের ব্যবহারকে অনাগ্রহী করে সাক্ষর প্রদানকে গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান।
সভায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিউল আলম মিশনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন, যুগান্তরের সাংবাদিক মো. মঞ্জুরুল আলম মাসুম, আমাদের সময়ের সাংবাদিক আব্দুল্লাহ আল অনিক। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ নেন।
আলোচনা শেষে উপস্থিত গ্রাহকদের মাঝে সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
সাম্প্রতিক মন্তব্য