পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ ২০২৩) সন্ধ্যায় লালপুর ত্রিমোহিনী চত্বরে বাংলাদেশের সাম্যবাদী দল লালপুর উপজেলা শাখার আয়োজিত মানববন্ধনে কমরেড জিন্নাহ শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. কমরেড বীরেন সাহা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও দলের লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনজুর রহমান মিঠু, জেলা আহ্বায়ক কমরেড মহাদেব সরকার, যুব নেতা কমরেড আবু সাদাত মিন্টু প্রমুখ।
এ সময় বক্তারা নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডকে বহুমুখী শিল্পে রূপান্তর, কৃষকের জন্য সুদমুক্ত ঋণ, দুর্নীতি, অর্থপাচার রোধ, দূষণমুক্ত পরিবেশ ও জলাবদ্ধতার অভিশাপ হতে লালপুরবাসীকে বাঁচতে ও স্মার্ট লালপুর গড়াসহ মাদকমুক্ত সমাজ বিনির্মাণের বিভিন্ন দাবি তুলে ধরেন।
সাম্প্রতিক মন্তব্য