নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনলতা ক্রিকেট একাদশ (সদর দপ্তর) বিজয়ী এবং পদ্মা ক্রিকেট একাদশ (বাঘা, চারঘাট ও লালপুর জোনাল অফিস) রানার্স আপ হয়েছে। সমিতির সদর দপ্তর উপজেলার বনপাড়ায় শনিবার আয়োজিত ফাইনাল খেলা বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন সমিতি বোর্ডের সভাপতি মোঃ জামিল হোসেন, সচিব মোঃ আশরাফুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোমীনুল ইসলাম ও এলাকা পরিচালক ওয়াছেক আলী সোনার। এসময় সমিতির গুরুদাসপুর, চারঘাট, বাঘা ও লালপুর জোনাল অফিসের ডিজিএমগন উপস্থিত ছিলেন। খেলায় টসে জিতে বনলতা ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে পদ্মা ক্রিকেট একাদশ সব উইকেট হারিয়ে ১২২ রান করে। জবাবে বনলতা ক্রিকেট একাদশ মাত্র এক উইকেট হারিয়ে ১২৩ রান করে বিজয় নিশ্চিত করে। ফলাফলে বনলতা ক্রিকেট একাদশ ৯ উইকেটে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা ফিল্ডার নির্বাচিত হন এজিএম ইএন্ডসি মোখলেছুর রহমান, সেরা খেলোয়ার হন আবুল কালাম আজাদ, ম্যান অফ দা টুর্নামেন্ট হন সরওয়ার হোসেন। জিএম মোমীনুল ইসলাম, সচিব আশরাফুল ইসলাম বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাম্প্রতিক মন্তব্য