logo
news image

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বনভোজন

লালপুর (নাটোর) প্রতিনিধি 
নাটোরের লালপুরে
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি ২০২৩) গ্রিন ভ্যালি পার্কে দিনভর আনন্দ-আয়োজনে মেতে ওঠে শিশুরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে শিশুরা ফুরফুরে ও প্রাণবন্ত ছিল। তেমনি অভিভাবকরাও ছিলেন অনেকটা নির্ভার ও তৃপ্ত।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ও তাঁর সহধর্মিণী, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সিনিয়র প্রভাষক আনোয়ারা খাতুন শেফালী, সাংবাদিক এ কে আজাদ সেন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার, আসলাম উদ্দীন, আব্দুল মান্নান, দুলাল উদ্দীন প্রমুখ।
এছাড়া ১২০জন প্রতিবন্ধী শিক্ষার্থী, ৬০জন অভিভাবক, ২০জন শিক্ষক-কর্মচারী অংশ নেন।

সাম্প্রতিক মন্তব্য

Top