প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে খামারীদের মহিষ, গরু, ফ্রিজিয়ানা, মুরাহ, গাড়ল, তোতাপুরী ছাগল, হরিয়ানা ছাগল, জেলডিন হাঁস, কবুতর লাক্কা, বারহুমার, লালদোবাজ দর্শকদের দৃষ্টি আকর্ষন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশসহ বিভিন্ন খামারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্রকরণের মাধ্যমে খামারীদের উৎসাহী মনোভাব দেখা দিয়েছে। বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহন করার সুফল পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক মন্তব্য