অমর একুশে বইমেলা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩)।
লালপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিনব্যাপী মেলায় থাকছে- প্রথম দিন ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার: মেলার উদ্বোধন, সাংস্কৃতিক সন্ধ্যা, কবিতা আবৃত্তি ও মঞ্চ নাটক প্রদর্শনী।
দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি, বুধবার: আবৃত্তি, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক সন্ধ্যা, দেশের গান, রবীন্দ্র ও নজরুল সংগীত।
তৃতীয় দিন ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: সাংস্কৃতিক সন্ধ্যা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, সংগীত ও সংগীত প্রতিযোগীদের পুরস্কার।
চতুর্থ দিন ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার: বীর মুক্তিযোদ্ধা আদম আলী বৃত্তি ও সনদ প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যা ও লালন সংগীত।
পঞ্চম দিন ২৫ ফেব্রুয়ারি, শনিবার: আবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা, বিভিন্ন লোক সংগীত ও র্যাফেল ড্র। প্রতিদিন বিকেল ৪টা থেকে বাঙালি ঐতিহ্যের খেলা অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক মন্তব্য