কৃষি প্রযুক্তি মেলা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় মেলার প্রথম দিনে শোভাযাত্রা, উদ্বোধনী ও স্টল পরিদর্শন, মেলায় প্রদর্শিত প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম লুলুসহ বিভিন্ন দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাম্প্রতিক মন্তব্য