logo
news image

ভালবাসায় বসন্তবরণ উৎসব

লালপুর (নাটোর) প্রতিনিধি
বর্ণিল আয়োজনে নাটোরের লালপুরে ভালবাসায় ঋতুরাজ বসন্তবরণ উৎসব হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, পৌর আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম লুলুসহ বিভিন্ন দপ্তর প্রধান ও সুধীজন।
ফাগুনের রঙে নিজেদের সাজিয়ে ফুল দিয়ে এক অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সুধীজন। এ সময় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নানা রংয়ে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে মাথায় ফুলের বাহারে নিজেকে সাঁজিয়ে তোলেন নারীরা। আর পুরুষদের সাঁজেও বসন্তের প্রথম দিনে ভালবাসা দিবসে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
ইউএনও শামীমা সুলতানা সবাইকে ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। পহেলা ফাল্গুন বাঙালির উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়। যার মাধ্যমে সামজিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রতিহিংসামুক্ত পরিবেশ বিরাজ করে।

সাম্প্রতিক মন্তব্য

Top