logo
news image

মাথা দিয়ে ধোঁয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শীতকালে মুখ দিয়ে বাষ্পীয় ধোঁয়া বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠার ঘটনা শোনা যায় না। এবার এই ব্যতিক্রম ঘটনা দেখা গেছে নাটোরের বাগাতিপাড়ায়। উপজেলার সদর ইউনিয়নের চক গাজীপুর গ্রামের গোলাম রব্বানী (৪৫) পান খেলেই মাথা থেকে ধোঁয়া ওঠার দৃশ্য অবাক করেছে স্থানীয়দের।
সম্প্রতি বিষয়টি স্থানীয় পর্যায় থেকে সাড়া ফেলেছে পুরো উপজেলায়। সেই সঙ্গে প্রতি সন্ধ্যায় ওই ব্যক্তি স্থানীয় বাজারে গেলেই মানুষ তা দেখার জন্য ভিড় করছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বাজারে কৌতূহলী মানুষ গোলাম রব্বানীকে দেখেই পান খাওয়াচ্ছেন। তাঁর মাথা থেকে ওঠা ধোঁয়া দেখে আনন্দ উপভোগ করছেন।
গোলাম রব্বানী জানান, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। অনেক আগে থেকেই কাঁচা সুপারি দিয়ে খিলি পান খান। ওই পান খাওয়ার সময় তিনি প্রচণ্ড শীতেও ঘেমে যান। কিন্তু গত সাত বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে ঘটনাটি বেশি হয়। বিষয়টা নিয়ে প্রথম দিকে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু শরীরে কোনো অসুবিধা হয় না, সে জন্য তেমন পাত্তা দেই না। তবে আমার মাথায় একসময় ঘন ও কালো চুল ছিল। ধোঁয়া ওঠার পর থেকে চুল ধীরে ধীরে উঠে টাক হয়ে গেছে।
স্থানীয় কোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পান খেয়ে মাথা থেকে ওঠা ধোঁয়া দেখার জন্য তাঁকে কয়েকবার পান কিনে খাওয়েছেন। যতক্ষণ পান খান, ততক্ষণ তাঁর মাথা দিয়ে ধোঁয়া ওঠে। বিষয়টা দেখতে আজব লাগে, মজাও লাগে।
যোগীপাড়া বাজারের পান দোকানি রুবেল আলী বলেন, ১৫ থেকে ১৭ বছর হলো পান বিক্রি করি। কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানুষ ঘেমে যায়। কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠে এমন ঘটনা গোলাম রব্বানী ছাড়া দ্বিতীয় কারও দেখেননি।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি স্বাভাবিক ঘটনা। কাঁচা সুপারিতে এমন কিছু উপাদান রয়েছে, যা খেলে মানুষের শরীরে দ্রুত এনার্জি বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের তাপমাত্রা বেড়ে এমন ঘটনা ঘটে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ব্যাটার ক্রিস লিনের মাথা দিয়েও এমন ধোঁয়া উঠতে দেখা গেছে। ২০২০ পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে লিন আউট হয়ে যাওয়ার পর হেলমেট খুলতেই তাঁর মাথা থেকে এমন ধোঁয়া উঠতে দেখা যায়। সেই দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ভারতীয় এক নাগরিকের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ওই ব্যক্তি হাস্যোজ্বলভাবে কথা বলছেন এবং তাঁর মাথা থেকেও ধোঁয়া উঠতে দেখা যায়।

সাম্প্রতিক মন্তব্য

Top