logo
news image

পাবলিক লাইব্রেরি পরিদর্শনে অতিরিক্ত মহাপরিদর্শক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি, গ্রেড-২) মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় তিনি চারতলা লাইব্রেরি ভবনের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আলমগীর কবীর পরাগ, নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম), কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম নাটোর, লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান, প্রকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রিনভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, উপজেলা পর্যায়ে এত সমৃদ্ধ চারতলা লাইব্রেরি ভবন অকল্পনীয়। এই লাইব্রেরি লালপুরে অনন্য স্বীকৃতির মর্যাদায় নিয়ে যেতে সক্ষম।

সাম্প্রতিক মন্তব্য

Top