গ্রিন ভ্যালি পার্ক পরিদর্শনে এমপি তৌফিক
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক পরিদর্শন করেন মাননীয় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সন্তান ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
শনিবার (২১ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় পার্ক পরিদর্শন শেষে বলেন, ‘লালপুর এত মনোমুগ্ধকর সুন্দর একটা জায়গা আগে জানতাম না। জানলে আরো আগে এখানে আসতাম।’
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুষ্পসহ কর্মকর্তা ও পরিচালকগণ।
সাম্প্রতিক মন্তব্য