শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) বিকালে শহীদ মমতাজ উদ্দীন স্টেডিয়ামে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খেলার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলাতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মো. হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী।
সাম্প্রতিক মন্তব্য