logo
news image

নাটোর পবিসের বার্ষিক বনভোজন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ (পবিস) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩) উপজেলার গ্রীনভ্যালী পার্ক লিমিটেডের পারিজাত চত্ত্বরে এই মিলন মেলার আয়োজন করা হয়। এতে নাটোর পবিস-১ (ফুলবাগান, নাটোর) পরিবারের সাড়ে ৭ শতাধিক কর্মকর্তা, কর্মচারী, তাঁদের পরিবারের সদস্যসহ অতিথি অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন নাটোর পবিস-১ এর বোর্ড সভাপতি গোলাম মাওলাসহ পরিচালকবৃন্দ, জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. এমদাদুল হক, বাপবিবো নাটোরের এসওডি নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ডিজিএম, এজিএমসহ কর্মকর্তা/কর্মচারীগণ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পবিস-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোমীনুল হক, লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পার্কের পরিচালক (প্রশাসন) শামসুজ্জোহা, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তিসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নাটোর পবিস-১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম মো. শাহাদৎ হোসেন।
এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারির প্রথম বিজয়ীকে এলইডি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি পুরস্কার দেওয়া হয়।
বার্ষিক বনভোজনে সতস্ফুর্তভাবে অংশ গ্রহণ ও সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এমদাদুল হক।

সাম্প্রতিক মন্তব্য

Top