logo
news image

অসহায় শীতার্তদের কম্বল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১১ জানুয়ারি ২০২৩) বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা চত্বরে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন নাটোর আধুনিক হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনস্যালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ডাক্তার মো. তৈমুর রহমান টেলু।
এ সময় উপস্থিত ছিলেন বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক আব্দুল হাই নান্নু, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মতিউর রহমান, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজি আবজাল হোসেন, মুহতামিম সুলতান মাহমুদ সাঈফী, বিশিষ্ট ব্যবসায়ী মুনতাজ আলী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top